-->

মাত্র 57 বছর বয়সে প্রয়াত বিখ্যাত বাঙালি অভিনেতা অভিষেক চ্যাটার্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন তার অফিশিয়াল টুইটারে . তিনি জানিয়েছেন-

“Sad to know of the untimely demise of our young actor Abhishek Chatterjee. Abhishek was talented and versatile in his performances, and we shall miss him. It is a great loss for TV serials and our film industry. My condolences to his family and friends.”

Image: Abhishek Chatterjee

 অর্থাৎ,

“ আমাদের তরুণ অভিনেতা অভিষেক চ্যাটার্জির অকাল প্রয়াণে দুঃখিত। অভিষেক তার অভিনয়ে প্রতিভাবান এবং বহুমুখী ছিলেন এবং আমরা তাকে মিস করব। এটা টিভি সিরিয়াল এবং আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। ”

১৯৮৬ সালে বাংলা ছবি “পথ ভোলা” দিয়ে অভিষেক চ্যাটার্জী তাঁর অভিনয়জীবন শুরু করেন।  তিনি বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত, প্রসেনজিৎ চ্যাটার্জী , তাপস পাল , রঞ্জিত মল্লিক , ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রমূখ বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর চলচ্চিত্র টলিউডে এনেছিল এক বিপুল পরিবর্তন। তাঁর অভিনীত কয়েকটি চলচ্চিত্রের মধ্যে  পাপ্পি , সবুজ সাথী , আমার প্রেম , তুমি কত সুন্দর , তুফান, স্বপ্ন,  প্রভৃতি। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন-

তাঁর অকাল প্রয়াণে গোটা টলিউড পাড়া শোকে মর্মাহত. তাঁর আত্মার শান্তির কামনা করছেন গোটা টলিউড সহ, তার ভক্তগণ।

Post a Comment

Previous Post Next Post