WB Rank মানে West Bengal Rank। পশ্চিমবঙ্গের সর্বোচ মানের শিক্ষকেরা এখানে পড়ান এবং সঙ্গে ক্লাস নোট ও দেওয়া হয়ে থাকে। এখানে ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত্য ছাত্র ছাত্রীদের যত্ন সহকারে পড়ানো হয়ে থাকে।এখানে অনলাইন এবং অফলিনে ক্লাস গুলি নেওয়া হয়ে থাকে।
Created by: Chemarticle |
বিশেষ তথ্য : ক্লাস ৯ থেকে ১২ শুধুমাত্র Science এর বিষয়গুলি পড়ানো হয়ে থাকে।
(১) ক্লাস ৯ এবং ১০ এর ভৌতবিজ্ঞান (Physical science), জীবন বিজ্ঞান (Life science), গণিত (Mathematics) ইত্যাদি বিষয়গুলি পড়ানো হয়।
(২) ক্লাস ১১ এবং ১২ এর গণিত (Mathematics), রসায়ন (Chemistry), পদার্থবিদ্যা (Physics), জীববিদ্যা (Biology) ইত্যাদি বিষয়ে গুলি পড়ানো হয়।
(৩) প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা শিক্ষক পড়াবেন।
এর সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রদান করে থাকি। তাদের মধ্যে কয়েকটি হলো - Latest News, Technology, Result notice, Universities & Collage update, New School Notice, ইত্যাদি।
আশা করি আপনাদের ভালো লেগেছে এই প্লাটফর্মটি। আমাদের latest News এবং Notification এর জন্য follow করতে পারেন WB Rank Facebook page টিতে।
Post a Comment